All Bangla News

বিএনপির নেতৃত্ব ছাড়া দেশ এগোবে না: শামসুজ্জামান দুদু

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বিএনপির নেতৃত্ব ছাড়া দেশ এগোবে না। আজ সোমবার রাজধানীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, “গণতন্ত্রকে ঠেকাতে ষড়যন্ত্র হচ্ছে। ডিসেম্বরে যদি সরকার নির্বাচন করতে ব্যর্থ হয়, তবে গণতন্ত্র হুমকিতে পড়বে।” তিনি আরও বলেন, “দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি না হলে সংকট আরও ঘনীভূত হবে, যা কারো জন্য মঙ্গলজনক নয়।”

আলোচনাসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকও বক্তব্য দেন। তিনি বলেন, “বিএনপিকে মাইনাস করার চেষ্টা করা হলে বিএনপির লাখ লাখ নেতাকর্মী তা মোকাবেলায় প্রস্তুত রয়েছে। যে উপদেষ্টারা সরকারে থেকে অন্য দলের পৃষ্ঠপোষকতা করছেন, তাদের পদত্যাগ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

সভায় নেতারা সরকারের সমালোচনা করে বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলনের বিকল্প নেই।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *