All Bangla News

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনে ৩৮ জনের চাকরির সুযোগ

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) ১২টি পদে মোট ৩৮ জনকে নিয়োগ দেবে। অনলাইনে আবেদন শুরু হবে ১২ মে ২০২৫ থেকে। বিস্তারিত বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নিয়োগের শর্তাবলি:
সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণযোগ্য হবে; হাতে লেখা বা ডাকযোগে আবেদন বাতিল হবে।
অসম্পূর্ণ বা ভুল তথ্য দেওয়া আবেদনপত্র বাতিল করা হবে।
লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।
পরীক্ষার জন্য কোনো ভ্রমণ ভাতা (টিএ/ডিএ) দেওয়া হবে না।

পদ ও যোগ্যতা:
১. ব্যবস্থাপক (অস্থায়ী)
পদসংখ্যা: ৪
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা
যোগ্যতা: অর্থনীতি/বাণিজ্য/পরিসংখ্যান/মৎস্যবিজ্ঞানে স্নাতকোত্তর।

২. হিসাবরক্ষক (স্থায়ী)
পদসংখ্যা: ২
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা
যোগ্যতা: বাণিজ্যে স্নাতক।

৩. ফিস প্রসেসিং টেকনিশিয়ান (স্থায়ী)
পদসংখ্যা: ২
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা
যোগ্যতা: কেমিস্ট্রি/বায়োকেমিস্ট্রি বা মৎস্যবিজ্ঞানে স্নাতক।

৪. মার্কেটিং সহকারী (অস্থায়ী)
পদসংখ্যা: ৫
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
যোগ্যতা: স্নাতক ডিগ্রি।

৫. স্লিপওয়ে অপারেটর (স্থায়ী)
পদসংখ্যা: ১
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
যোগ্যতা: মাধ্যমিক পাস + ৩ বছর অভিজ্ঞতা।

৬. ক্যাশিয়ার (অস্থায়ী)
পদসংখ্যা: ৫
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
যোগ্যতা: বাণিজ্যে স্নাতক (অভিজ্ঞদের অগ্রাধিকার)।

৭. সহকারী হিসাবরক্ষক (স্থায়ী)
পদসংখ্যা: ৩
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান) + অভিজ্ঞতা।

৮. নার্সারি সহকারী (স্থায়ী)
পদসংখ্যা: ২
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা
যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান) + অভিজ্ঞতা।

৯. ড্রাইভার (স্থায়ী)
পদসংখ্যা: ৩
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস + ভারী যানের লাইসেন্স।

১০. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (স্থায়ী)
পদসংখ্যা: ৫
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি + বাংলা ২০ ও ইংরেজি ৩০ শব্দ/মিনিট টাইপিং স্পিড।

১১. বাজেট সহকারী (স্থায়ী)
পদসংখ্যা: ১
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা
যোগ্যতা: এইচএসসি (বাণিজ্য) + অভিজ্ঞতা।

১২. টালি সহকারী (অস্থায়ী)
পদসংখ্যা: ৫
বেতন: ১০,০০০–২১,৮০০ টাকা
যোগ্যতা: এইচএসসি + ২ বছর অভিজ্ঞতা।

বয়সসীমা: ১ এপ্রিল ২০২৫–এ আবেদনকারী প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনোক্রমেই অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সময়সীমা: ১২ মে (সকাল ১০টা) থেকে ১১ জুন ২০২৫ (বিকেল ৫টা) পর্যন্ত।

ফি জমা: আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি পরিশোধ করতে হবে।

আবেদনের লিংক: https://cme.teletalk.com.bd/

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *