All Bangla News

বাংলাদেশ থেকে পাট-ওষুধ রফতানি করতে ব্রাজিলকে বিএনপির আহ্বান

abn
abn

বাণিজ্য ঘাটতি মেটাতে বাংলাদেশ থেকে পাট ও ওষুধ রফতানি করতে ব্রাজিলের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের অফিসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস।

এতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি ও চেয়ারপার্সন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

ব্রাজিলের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশ নির্বাচন দেখতে চায়। ব্রাজিলের কাছে দেশের জন্য মানসম্মত ফুটবল কোচ চেয়েছে বিএনপি। দুই দেশের মধ্যে দুই বিলিয়ন ডলার বাণিজ্য সম্পর্ক আছে উল্লেখ করে বলেন, কৃষি ও খেলাধুলার বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা হয়েছে।

ব্রাজিল বাংলাদেশে গরুর মাংস রফতানির জন্য এদেশে ওয়্যারহাউজ করতে আগ্রহী বলেও জানান তিনি।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *