ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরা টেস্ট ইনিংসের সংক্ষিপ্ত ৫ জনের তালিকায় জায়গা পেয়েছে লিটন দাসের সেঞ্চুরি। গতবছর পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে সেই ইনিংসটি খেলেন লিটন।
বর্ষসেরা টেস্ট ইনিংসের তকমা পাওয়ার হওয়ার দৌড়ে এগিয়ে আছে ভারতের বিপক্ষে ইংলিশ তারকা অলি পোপের করা ১৯৬ রানের ইনিংস। হায়দরাবাদে ভারতীয় বোলারদের তাদের ঘরের মাঠেই নাকানিচুবানি খাইয়েছিলেন পোপ। মনোনয়ন তালিকায় পোপের পর আছেন ভারতের তরুণ তুর্কি যশস্বী জওসওয়াল।
ইংল্যান্ডের বিপক্ষে বিশাখাপত্তনম টেস্টে তার খেলা ২০৯ রানের ইনিংসটিকে ইএসপিএন ক্রিকইনফো রেখেছে দুই নম্বরে। লিটন, পোপ, জওসওয়াল ছাড়া সেরা পাঁচে থাকা বাকি দুই ক্রিকেটার হলেন হ্যারি ব্রুক ও ট্রাভিস হেড। ইংলিশ ব্যাটার ব্রুক ৩১৭ রানের অনবদ্য ইনিংস খেলেন পাকিস্তানের বিপক্ষে। আর হেড ১৪০ রান করেন ভারতের বিপক্ষে।
২০০১ সাল থেকেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেললেও ২০২৪ সালে প্রথম বারের মত তাদের বিপক্ষে জয় পায় বাংলাদেশ। যেখানে বড় অবদান ছিলো লিটনের।
উল্লেখ্য, সিরিজের দ্বিতীয় টেস্টে ধ্বংসস্তুপে দাঁড়িয়ে ১৩৮ রান করেন এই উইকেট কিপার ব্যাটার। রাওয়ালপিন্ডিতে টেস্ট সিরিজ জয়ের পাশাপাশি হোয়াইটওয়াশ করারও স্বাদ পায় টাইগাররা।