All Bangla News

প্রবাসীদের ভোটদান প্রক্রিয়া সফল করতে রাজনৈতিক সমর্থন জরুরি: সিইস

abn
abn

।। ডেস্ক রিপোর্ট।।  
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নাসির উদ্দিন সতর্ক করে দিয়ে বলেছেন, রাজনৈতিক দলগুলোর সমর্থন ছাড়া প্রবাসী বাংলাদেশিদের ভোটদান প্রক্রিয়া ভেস্তে যেতে পারে। তবে এর পরও সীমিত পরিসরে এ প্রক্রিয়া শুরু করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।

আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং পদ্ধতির সম্ভাব্যতা, নিরাপত্তা ও আইনি চ্যালেঞ্জ নিয়ে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, “আমাদের এই আয়োজনের সফলতার জন্য রাজনৈতিক সমর্থন অপরিহার্য। আপনাদের সহযোগিতা ছাড়া পুরো প্রক্রিয়া ব্যর্থ হতে পারে। তবুও আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সীমিত আকারে হলেও কাজ চালিয়ে যেতে চাই।”

নির্বাচন কমিশনের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম জানান, বৈঠকে প্রবাসী ভোটিং ব্যবস্থার স্বচ্ছতা, প্রযুক্তিগত ডিজাইন, নিরাপত্তা, আন্তর্জাতিক মানদণ্ড ও আইনি চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়। বিশেষজ্ঞরা একটি নিরাপদ ও কার্যকর ভোটিং সিস্টেম গড়ে তুলতে মতামত দেন।

গত ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও এমআইএসটি-র বিশেষজ্ঞরা প্রবাসী ভোটিংয়ের তিনটি পদ্ধতি নিয়ে প্রতিবেদন জমা দেন। এতে পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিং-এর সম্ভাব্যতা, ঝুঁকি ও প্রস্তুতির সময়সীমা উল্লেখ করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

ইসি এখন রাজনৈতিক দল, প্রযুক্তিবিদ ও নীতি-নির্ধারকদের সঙ্গে সমন্বয় করে পাইলটিং প্রোগ্রাম চালুর পরিকল্পনা করছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রবাসীদের ভোটিং ব্যবস্থা চালু করতে আর্থিক ও প্রযুক্তিগত প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে এই উদ্যোগ কতটা সফল হবে, তা এখন নির্ভর করছে রাজনৈতিক ঐকমত্য ও কার্যকরী বাস্তবায়নের ওপর।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *