All Bangla News

নিষিদ্ধ সংগঠনের প্রচারণায় ডিএমপির কঠোর হুঁশিয়ারি

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরসহ যেকোনো নিষিদ্ধ সংগঠনের সভা, সমাবেশ বা প্রচারণামূলক কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হিযবুত তাহরীর বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ একটি সংগঠন। ২০০৯ সালের ২২ অক্টোবর জননিরাপত্তার প্রতি হুমকি বিবেচনায় বাংলাদেশ সরকার এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠনের সভা, সমাবেশ, মিছিল, পোস্টার-লিফলেট বিতরণ বা অন্য কোনো উপায়ে প্রচারণা চালানো শাস্তিযোগ্য অপরাধ।

এদিকে, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর আগামীকাল শুক্রবার (৭ মার্চ) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচির ডাক দিয়েছে। এই পরিস্থিতিতে ডিএমপি তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে।

ডিএমপি সূত্রে জানা গেছে, নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কার্যকলাপ আইনের চোখে অগ্রহণযোগ্য এবং এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *