All Bangla News

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ তাদের নিজস্ব সিদ্ধান্ত: মুহাম্মদ ইউনূস

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কি না, সেই সিদ্ধান্ত তারা নিজেরাই নেবে। তবে তিনি এও উল্লেখ করেছেন যে, নির্বাচনে কে অংশ নেবে, তা নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ঢাকায় তাঁর সরকারি বাসভবনে বিবিসির দক্ষিণ এশিয়া সংবাদদাতা সামিরা হুসেইনের সঙ্গে এই সাক্ষাৎকারটি অনুষ্ঠিত হয়। ইংরেজিতে নেওয়া সাক্ষাৎকারটি বৃহস্পতিবার বিবিসির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

সাক্ষাৎকারে মুহাম্মদ ইউনূস আরও বলেন, দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী শেখ হাসিনা গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁকে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি ‘হতচকিত’ বোধ করেছিলেন। তিনি বলেন, ‘আমার ধারণা ছিল না যে আমি সরকারের নেতৃত্ব দেব। আমি আগে কখনো সরকার চালাইনি। অথচ আমাকেই প্রয়োজনীয় কাজগুলো করতে হবে।’

শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, ‘ব্যাপারটি যখন ঠিক হয়ে গেল, তখন আমরা কাজগুলো সংগঠিত করতে শুরু করি। আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, দেশের জন্য অর্থনীতি ঠিক করা আমাদের অগ্রাধিকার ছিল।’

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *