।। নিউজ ডেস্ক ।।
এইচএসসি পাশের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমানের (ডিগ্রি) স্বীকৃতি দেওয়ার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করেছেন নার্সিং শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ২টা ১৫ মিনিট থেকে ‘ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি’-এর ব্যানারে তারা এই অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে রাজধানীর অন্যতম ব্যস্ত এই মোড়ে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
আন্দোলনরত এক শিক্ষার্থী আবু সাঈদ বলেন, “এইচএসসি পাশ করার পর আমরা চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও মিডওয়াইফারি কোর্সে অধ্যয়ন করি। কিন্তু এখনো আমাদের এই কোর্সগুলোর কোনো স্নাতক সমমান নেই। তাই আমাদের দাবি—এই কোর্স দুটিকে অবিলম্বে ডিগ্রি হিসেবে স্বীকৃতি দিয়ে বাস্তবায়ন করতে হবে।”
এর আগে সকালে শিক্ষার্থীরা বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএন্ডএমসি) কার্যালয়ের সামনে এক সমাবেশ করেন। সেখান থেকে এক দফা দাবির পক্ষে এক ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয় কর্তৃপক্ষকে। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো আশ্বাস না পেয়ে তারা শাহবাগে গিয়ে অবস্থান নেন।
ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির সদস্য আকাশ মিয়া বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছিলাম। আজও কাউন্সিলকে এক ঘণ্টা সময় দিয়েছিলাম। কিন্তু কোনো পদক্ষেপ না নেওয়ায় আমরা বাধ্য হয়ে শাহবাগে এসে সড়ক অবরোধ করেছি। আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় মানববন্ধন, স্মারকলিপি প্রদান, প্রতিবাদ কর্মসূচি পালন করেও তারা কোনো ফল পাননি। তাই এবার তারা দৃঢ় সিদ্ধান্ত নিয়ে রাজপথে নেমেছেন।