।। নিউজ ডেস্ক ।।
জুলাই গণঅভ্যুত্থানে নারীরা সম্মুখ সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত এক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. ইউনূস বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের শ্রমিক, ছাত্র ও সাধারণ মানুষ মিলে যে অসাধ্য সাধন করেছেন, তার সম্মুখ সারিতে ছিলেন এ দেশের নারীরা। ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে তারা হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন। আজ আমরা সেই সব শহিদ নারীদের স্মরণ করি, যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন।”
তিনি আরও যোগ করেন, “গণঅভ্যুত্থানে নারীরা সম্মুখ সারিতে থাকলেও আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রে তারা পিছিয়ে আছেন। নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট। দুস্থ মায়েদের আর্থিক সহায়তা, নারীদের প্রশিক্ষণ, ক্ষুদ্র ঋণ কর্মসূচি, কর্মজীবী নারীদের জন্য হোস্টেল ও ডে-কেয়ার সেন্টারসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।”
নারীর প্রতি সহিংসতা রোধে সরকারের অগ্রাধিকারের কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, “অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথায় অভিযোগ জানাবেন। এজন্য হটলাইন চালু করা হয়েছে। পারিবারিক সহিংসতা আইন-২০১০ হালনাগাদ করা হচ্ছে এবং যৌন হয়রানি প্রতিরোধে সুরক্ষা আইন প্রণয়নের কাজ চলছে। এছাড়া, নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে।”
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলকে ‘অদম্য নারী পুরস্কার ২০২৫’-এর বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া, অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে হালিমা বেগম, সফল জননী মেরিনা বেসরা, নির্যাতনের শিকার হয়েও জীবনসংগ্রামে জয়ী লিপি বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মুহিন (মোহনা) সম্মাননা পান।