যদিও এখন কাঁঠালের সময় নয়। অসময়ে গাছে গাছে ঝুলছে কাঁঠাল। গাজীপুরের শ্রীপুরে ফলেছে নতুন জাতের বারোমাসি আঠাবিহীন ভিয়েতনামী জাতের কাঁঠাল। মাত্র ছয় মাস বয়সে গাছে ধরেছে অনেক ফল।
চারা কিনতে বাগানে ভিড় করছেন অসংখ্য ক্রেতা। গত বছরের শুরুতে ভারতের এক ব্যক্তির কাছ থেকে ৫০ টি চারা কিনে প্রায় ৩০ শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে ভিয়েতনামের বারোমাসি জাতের কাঁঠাল বাগান গড়ে তোলেন উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ উত্তর পাড়া গ্রামের আবুল বাশারের ছেলে কৃষি উদ্যোক্তা মাহমুদুল হাসান সবুজ।
চারাগুলো বাগানে রোপণের ছয় মাস থেকে অল্প পরিমাণে ফল আসা শুরু করে।গাছের বয়স দুই বছর পূর্ণ হলেই প্রতিটি গাছে পরিপূর্ণ মাত্রায় ফলন আসবে বলে আশা করছেন এ উদ্যোক্তা।
বর্তমানে আঠাবিহীন কাঁঠাল বাগানের প্রত্যেকটি গাছে গাছে ঝুলছে কাঁচা-পাকা প্রচুর কাঁঠাল।বাংলাদেশে সাধারণত গ্রীষ্ম-বর্ষায় কাঁঠাল পাওয়া গেলেও সবুজের বাগানে শীতকালেও কাঁঠাল পাওয়া যাচ্ছে। বর্তমানে কাঁচা-পাকা ফলে ভরপুর বাগানের কাঁঠাল গাছগুলো।
পুষ্টিগুণ সমৃদ্ধ হওয়ায় নতুন জাতের এই কাঁঠালের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। তাই তিনি এই চাষে লাভবান হবেন বলে আশা করছেন। এ জাতের কাঁঠাল চাষে আগ্রহ দেখাচ্ছেন স্থানীয় চাষিরা।