।। আন্তর্জাতিক ডেস্ক ।।
দক্ষিণ এশিয়ায় সার্কের বিকল্প হিসেবে একটি নতুন আঞ্চলিক প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ নিয়েছে চীন ও পাকিস্তান। এই উদ্যোগে বাংলাদেশকে যুক্ত করার বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে প্রকাশ, দক্ষিণ এশীয় অঞ্চলে কার্যকর সংহতি ও বাণিজ্যিক সংযুক্তির লক্ষ্যে চীন ও পাকিস্তান মনে করছে, বিদ্যমান বাস্তবতায় একটি নতুন আঞ্চলিক জোট সময়ের দাবি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটেই গত ১৯ জুন চীনের কুনমিং শহরে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিন দেশের উচ্চপর্যায়ের কূটনীতিকরা অংশ নেন। এটি ছিল এই তিন দেশের মধ্যে প্রথমবারের মতো শীর্ষ পর্যায়ের আলোচনা, যা ভারতের দৃষ্টিও কাড়ে এবং কিছুটা উদ্বেগও তৈরি করে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে দক্ষিণ এশিয়ার প্রচলিত জোট সার্ক আরও দুর্বল হয়ে পড়তে পারে। উল্লেখ্য, ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে গত এক দশকেরও বেশি সময় ধরে সার্ক কার্যত অচল হয়ে আছে। ২০১৬ সালে ইসলামাবাদে নির্ধারিত সার্ক সম্মেলন ভারতের অনুপস্থিতির কারণে বাতিল হয়ে যায়, যেখানে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশ ভারতের অবস্থানকে সমর্থন করে।
এদিকে ভারতের ভূরাজনৈতিক কৌশলে আঞ্চলিক ফোরামগুলোর প্রতি আগ্রহ হ্রাস পাওয়ার ইঙ্গিত মিলেছে। সম্প্রতি দেশটি সার্কভুক্ত দেশগুলোর জন্য ব্যবসায়িক ভিসা সুবিধাও সীমিত করেছে।
জানা গেছে, চীন ও পাকিস্তান কয়েক মাস ধরেই একটি বিকল্প আঞ্চলিক জোট গঠনের প্রস্তাবে আলোচনা চালিয়ে যাচ্ছে। কুনমিং বৈঠকে প্রাথমিকভাবে এমন একটি নতুন ফোরাম গঠনের কথা উঠে আসে, যেখানে ভবিষ্যতে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। তবে ভারতের অংশগ্রহণ নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ভারতের পশ্চিমমুখী কৌশল ও সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রতি নিরুৎসাহী অবস্থান চীনের নেতৃত্বাধীন যেকোনো উদ্যোগে তাদের অংশগ্রহণে বাধা হয়ে দাঁড়াতে পারে।