All Bangla News

দেশব্যাপী র‌্যাবের কড়া অভিযান, মোতায়েন ২১৮টি টহল দল

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
রাজধানী ঢাকাসহ সারা দেশে চুরি, ছিনতাই, ডাকাতি ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার করতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ২১৮টি টহল দল মোতায়েন করেছে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফ্রেব্রুয়ারি) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসীদের গ্রেফতার করতে রোবাস্ট পেট্রল ও চেকপোস্ট স্থাপনসহ আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।

এছাড়া, সন্ত্রাসী নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, ছিনতাই ও অপহরণের সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেফতার করতে র‌্যাবের তৎপরতা অব্যাহত রয়েছে।

র‌্যাব জানায়, সম্প্রতি সারা দেশে কিছু দুষ্কৃতকারী ও স্বার্থান্বেষী মহল হামলা ও নাশকতার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। সাধারণ মানুষের ওপর নৃশংস কায়দায় হামলা, চুরি, ছিনতাই, ডাকাতি ও খুনের মতো অপরাধ সংগঠিত হচ্ছে।

এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো নাশকতা প্রতিরোধে দেশব্যাপী র‌্যাব ফোর্সেসের অভিযান বৃদ্ধি করা হয়েছে।

র‌্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান বৃদ্ধি করা হয়েছে। ঢাকায় ৬৯টি এবং ঢাকার বাইরে ১৪৯টি টহল দল মোতায়েন করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে। যানবাহন ও যাত্রীদের তল্লাশি চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। ছিনতাইকারী, ডাকাত, উসকানিদাতা, উগ্রবাদী বা নিষিদ্ধ সংগঠনের সদস্য ও সংঘবদ্ধ অপরাধী চক্রের বিষয়ে আগাম তথ্য সংগ্রহ করে নাশকতা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভার্চুয়াল জগতে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো প্রতিরোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। প্রিন্ট, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত অপরাধের সত্যতা যাচাই করে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান জোরদার করা হয়েছে।

যেকোনো ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে স্থানীয় র‌্যাব টহল ইনচার্জ বা ব্যাটালিয়ন অধিনায়ককে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া, যে কেউ প্রয়োজনীয় তথ্য দিতে র‌্যাবের হটলাইন নম্বর ০১৭৭৭৭২০০২৯-এ যোগাযোগ করতে পারবেন।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *