দুর্বল ব্যাংক এবং এস আলম গ্রুপের ব্যাংকের গ্রাহকদের কিছুদিন ধৈর্য্য ধরতে বলেছেন গর্ভনর ড. আহসান এইচ মনসুর। ২২টি মন্ত্রণালয়ের আলাদা করে ক্ষুদ্র ঋণ বিতরণে লাইসেন্স দেয়াকে অযৌক্তিক মন্তব্য করে জানান, সমবায় সমিতির নিজের সক্ষমতা নেই, কিন্তু তারা লাইসেন্স দিয়ে সমাজে বড় অর্থিক প্রতারণা করছে।
বলেন ব্যাংক খাত নিয়ে। দুর্বল ব্যাংকের গ্রাহকদের আশ্বস্ত করেন তিনি।
গভর্নর বলেন, ক্ষুদ্র ঋণ বিতরণে আলাদা আইনে পরিচালিত হচ্ছে গ্রামীণ ব্যাংক। তবে সবার ঋণ দেওয়ার লাইসেন্স আর্থিক অনিয়ম সৃষ্টি করছে। অনুষ্ঠানে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠানের সচিব নাজমা মোবারক বলেন, বড় আকারের ঋণ দিয়ে ব্যাংকগুলো হয়রান হয়ে গেছে।