All Bangla News

দক্ষিণী তারকা রাম চরণ ও আল্লু অর্জুনের মধ্যে ‘মৌন দ্বন্দ্ব ’ আজও আলোচনায়

abn
abn

দক্ষিণ ভারতের জনপ্রিয় দুই সুপারস্টার রাম চরণ ও আল্লু অর্জুন শুধু আঞ্চলিক পর্দাতেই নয়, বিশ্বজুড়ে ভক্তদের মন জয় করেছেন। চাচাতো ভাই হওয়া সত্ত্বেও এক সময় ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে নাকি দীর্ঘদিনের ‘মৌন দ্বন্দ্ব’ চলেছে। এর পেছনে কারণ হিসেবে উঠে আসে অভিনেত্রী নেহা শর্মার নাম।

২০০০-এর দশকের শুরুর দিকে শোনা যায়, আল্লু অর্জুন নেহা শর্মার সঙ্গে প্রেমে জড়ান এবং বিয়ের পরিকল্পনাও করেন। কিন্তু ২০০৭ সালে রাম চরণের অভিষেক ছবি চিরুথা-তে নেহার সহঅভিনয়ের পর গুঞ্জন ছড়িয়ে পড়ে— রাম চরণ ও নেহা ঘনিষ্ঠ হয়ে পড়েছেন। এমনকি গোপনে বিয়ে ও হানিমুনে যাওয়ার খবরও রটেছিল।

আল্লু অর্জুনের সঙ্গে নেহার সম্পর্ক ভাঙার পেছনে রাম চরণের সংশ্লিষ্টতার গুঞ্জন থেকে দুই ভাইয়ের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে যায় বলেও দাবি করে দক্ষিণী মিডিয়া। তবে রাম চরণ এই বিয়ের গুজবকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছিলেন। তিনি জানান, এমন গুজব তার বিবাহিত জীবনে প্রভাব ফেলতে পারে, তাই স্ত্রী উপাসনাকে সবসময় সত্যটা জানিয়ে আশ্বস্ত করেছেন।

রাম চরণ ২০১২ সালে উপাসনাকে বিয়ে করেন, আর আল্লু অর্জুন ২০১১ সালে যুক্তরাষ্ট্রে পরিচিত স্নেহাকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করেন। বর্তমানে দুজনেই সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এবং সন্তানও রয়েছে। যদিও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে এখনও গুঞ্জন রয়েছে— তাদের ব্যক্তিগত সম্পর্ক আগের মতো স্বাভাবিক হয়নি।