All Bangla News

ঢাকায় নিষিদ্ধ কোনো সংগঠনের কর্মকাণ্ড চলবে না: ডিআইজি

abn
abn

।। নিউজ ডেস্ক।।
ঢাকায় নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক। রোববার (১১ মে) সকালে ঢাকার সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

রেজাউল করিম বলেন, ‘যদি জনগণের নিরাপত্তায় বিঘ্ন ঘটানোর বিন্দুমাত্র চেষ্টা কেউ করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেই সক্ষমতা ঢাকা রেঞ্জ পুলিশের রয়েছে। আমার অধীনে এসপি-ওসিদের নির্দেশ দিচ্ছি, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের কর্মকাণ্ড আপনার এলাকায় চলবে না।’

বিগত সময়ে কিছু উচ্চাভিলাষী ও অপেশাদার পুলিশ সদস্যদের কারণে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ঢাকা রেঞ্জের অধীনে সব থানা-ফাঁড়ি-সার্কেল এসপি অফিস হবে জনগণের। জনগণের সেবা করার জন্যই আমরা দায়িত্ব পালন করি। আমার রেঞ্জের অধীন সব থানা হবে জনগণের। যে কোনো বিপদে ফার্স্ট রেসপন্ডার হিসেবে থানাকে জনগণের সেবাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাই। যতদিন ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করবো- ন্যায়নীতি, পেশাদারিত্ব ও সততার মধ্য দিয়ে দায়িত্ব পালন করার চেষ্টা করবো।’

ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে সাধারণ মানুষের কথা শুনতে চান জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, ‘অপরাধীর বিরুদ্ধে বা আমার অধীন পুলিশের বিরুদ্ধে যে কোনো অভিযোগ সরাসরি আমাকে জানাতে পারেন। আমার অফিসে নির্ধারিত সময়ে ঢাকা রেঞ্জের আওতাধীন ১৩ জেলার ৯৮ থানার মানুষ আমার কাছে আসতে পারবে। রেঞ্জের সংশ্লিষ্ট অফিসে যদি কাঙ্ক্ষিত সেবা না পায়, তাহলে আমি নিজেই তাদের কথা শুনে সমস্যা সমাধান করার চেষ্টা করবো।’

তিনি আরও বলেন, ‘জনগণের অভিযোগ সরাসরি শোনার জন্য চালু করা হবে ‘টক টু ডিআইজি’ নামের একটি মোবাইল অ্যাপ, যেখানে তথ্যদাতাদের গোপনীয়তা নিশ্চিত করা হবে।’ এ সময় কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ার জন্য তাগিদ দেন তিনি।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *