All Bangla News

ঢাকায় অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো

abn
abn

ঢাকায় অনুষ্ঠিত হলো অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো ২০২৫। অস্ট্রেলিয়ায় পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য এ মেলার আয়োজন করে, স্টুডেন্ট কন্সালটেন্সি প্রতিষ্ঠান লুমোস গ্লোবাল।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) প্রতিষ্ঠানের বনানী অফিসে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী। অস্ট্রেলিয়ার ২০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা শিক্ষার্থীদের একাডেমিক সকল প্রশ্নের উত্তর দেয়ার পাশাপাশি, অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ সুবিধা সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন তারা।

লুমোস গ্লোবালের কর্ণধার হাসান আবদুল গোফরান জানান, অস্ট্রেলিয়ার আবহাওয়া এবং পরিবেশ অনেকটাই বাংলাদেশের মত হওয়ায়, আমেরিকা এবং কানাডার চেয়ে অস্ট্রেলিয়ার প্রতি আগ্রহ বেশী শিক্ষার্থীদের। তাছাড়া, পড়াশোনায় ভালো ফলাফল করলে, অস্ট্রেলিয়াতেই ক্যারিয়ার গড়ারও সুবর্ণ সুযোগ আছে।

আয়োজনে শিক্ষার্থীরা অন স্পট অ্যাসেসমেন্ট করিয়ে, অফার লেটারও দেয়া হয়। তাছাড়া, কোর্স, টিউশন ফি, ক্রেডিট ট্রান্সফার এবং স্কলারশিপ সম্পর্কেও সঠিক এবং বিস্তারিত তথ্য দেয়া হয়। গত ৮ বছর ধরে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নিয়ে কাজ করছে লুমোস গ্লোবাল। বাংলাদেশ, অস্ট্রেলিয়া ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, চায়না, শ্রীলংকা, মালেয়শিয়া এবং ফিজি-তেও কার্যক্রম পরিচালনা করছে লুমোস গ্লোভাল। শিক্ষার্থীদের জন্য ৫০ হাজারের বেশি কোর্স এবং ২০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপ অফার করে অস্ট্রেলিয়া।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *