All Bangla News

ট্রাম্পকে নিয়ে তদন্ত করা একাধিক আইনজীবী বরখাস্ত

abn
abn

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলায় কাজ করা এক ডজনের বেশি আইনজীবীকে বরখাস্ত করেছে তার প্রশাসন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এসব আইনজীবীরা বিশ্বস্ততার সাথে ট্রাম্পের এজেন্ডা বাস্তবায়ন করবে না এমন ধারনায় তাদের বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তকৃত কর্মকর্তাদের কাছে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরির পাঠানো একটি চিঠিতে বলা হয়েছে, ট্রাম্পের এজেন্ডা নিখুঁতভাবে বাস্তবায়নের জন্য তাদের আর বিশ্বাস করা যায় না। আর তাই ট্রাম্পের বিরুদ্ধে ওঠা দুটি অভিযোগ তদন্তে কাজ করা এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

এসব আইনজীবীরা সাবেক স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের সঙ্গে ছিলেন। তারা মূলত ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দিতে ট্রাম্প যে চেষ্টা করেছিলেন সেই অভিযোগের তদন্তের দায়িত্বে ছিলেন।

এদিকে ট্রাম্পের বিরুদ্ধে আনা দুটি ফৌজদারি অভিযোগের কোনোটিতেই দায়ী নন ট্রাম্প। ফলে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জয়ী হওয়ার পর এ মামলা দুটি কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে এখনও এ বিষয়টি স্পষ্ট নয় স্মিথের সঙ্গে কাজ করা কোন কোন আইনজীবীকে বরখাস্ত করা হয়েছে।