আজ ১৪ আগস্ট, বৃহস্পতিবার। দুপুর গড়াতেই শুরু হচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ, যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল ও পাকিস্তান শাহিনস। অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে গড়া বাংলাদেশ দলের নেতৃত্বে আছেন নুরুল হাসান সোহান।
সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ডারউইনের স্থানীয় দল ডিআইএক্সআইকে ৩৭ রানে হারিয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে মুখিয়ে আছেন সোহানরা।
বাংলাদেশ দলে আছেন— সাইফ হাসান, নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।
আজকের দিনে ক্রিকেট ছাড়াও থাকছে আরও কিছু উল্লেখযোগ্য খেলার আয়োজন। দ্য হান্ড্রেড টুর্নামেন্টে পুরুষ ও নারী দল উভয়েই মাঠে নামবে, আর টেনিসপ্রেমীদের জন্য থাকছে সিনসিনাটি ওপেনের লড়াই।
আজকের খেলার সরাসরি সম্প্রচার সূচি:
ক্রিকেট
- টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ
বাংলাদেশ ‘এ’ বনাম পাকিস্তান শাহিনস
বেলা ৩:৩০ মিনিট — টি স্পোর্টস ইউটিউব - দ্য হান্ড্রেড (উইমেন)
লন্ডন স্পিরিট বনাম ট্রেন্ট রকেটস
রাত ৮:০০ — সনি স্পোর্টস ৫ - দ্য হান্ড্রেড
লন্ডন স্পিরিট বনাম ট্রেন্ট রকেটস
রাত ১১:৩০ — সনি স্পোর্টস ৫ - টেনিস
সিনসিনাটি ওপেন
রাত ৯:০০ — সনি স্পোর্টস ২