।। নিউজ ডেস্ক ।।
জামালপুরে মাদক মামলায় অপরাধ প্রমানিত হওয়ায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে খালাস দিয়েছে আদালত। বুধবার (১৯ মার্চ) দুপুরে আসামী শামছুল হকের উপস্থিতিতে এই আদেশ দেন অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মো: আবু বকর ছিদ্দিক।
মামলার রায় সূত্রে জানা যায়, গত ২০১৫ সালের ১৮ ডিসেম্বর জামালপুর পৌর শহরের পিলখানা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ পৌর শহরের পাথালিয়া এলাকার সালাউদ্দিনের ছেলে শামছুল হককে আটক করা হয়। এ সময় আব্দুল হালিম নামে আরেক জন পালিয়ে যায়।
পরবর্তীতে তাদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারী আদালতে চার্জশীট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ৫ জন সাক্ষীর স্বাক্ষ্যের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা হয়।
অপরাধ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আসামী শামছুল হককে যাবজ্জীবন কারাদন্ডে দন্ডিত এবং অপর আসামী আব্দুল হালিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করে আদালত।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এ. কে. এম. নাজমুল হুদা এবং আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো: মনিরুজ্জামান।