All Bangla News

জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো

abn
abn

পরিচয়ের নয় বছর পর অবশেষে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিলেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। গুচির এক শোরুমে শুরু হওয়া সম্পর্ক এখন পা রাখছে নতুন অধ্যায়ে।

দীর্ঘ নয় বছরের প্রেমের পর বিয়ের প্রস্তাব দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বহুল প্রতীক্ষিত এই মুহূর্তের খবরটি গতকাল নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জর্জিনা রদ্রিগেজ।

২০১৬ সালের শীতে স্পেনের মাদ্রিদে গুচির একটি শোরুমে প্রথম দেখা হয় রোনালদো ও জর্জিনার। তখন জর্জিনা ছিলেন বিক্রয়কর্মী, আর রোনালদো বিশ্বখ্যাত ফুটবল তারকা। প্রথম দেখাতেই শুরু হয় ভালোবাসার গল্প, যা ধীরে ধীরে গভীর সম্পর্কে পরিণত হয়। প্রথম দিকে গোপনে চলা সম্পর্কটি ২০১৭ সালের জানুয়ারিতে ফিফা দ্য বেস্ট পুরস্কার অনুষ্ঠানে প্রকাশ্যে আসে।

২০১৭ সালের নভেম্বরে জন্ম নেয় তাঁদের প্রথম কন্যাসন্তান আলানা মার্তিনা। এরপর ২০২২ সালে জন্ম নেয় দ্বিতীয় কন্যা বেলা এস্মেরলাদা। রোনালদোর পূর্বের সন্তানদের দায়িত্বও নেন জর্জিনা। এ সময়ের মধ্যে রোনালদোর জীবনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থেকেছেন তিনি। পাশাপাশি ফ্যাশন ও বিনোদন জগতে নিজেরও স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন জর্জিনা।

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিয়ের প্রস্তাবের ঘোষণা দেন রোনালদো। ইনস্টাগ্রামে হীরার আংটি পরা নিজের হাতের ছবি পোস্ট করে ক্যাপশনে জর্জিনা লেখেন, “হ্যাঁ, আমি রাজি। এই জীবনে এবং আমার অন্য সব জন্মেও।” ছবিতে ট্যাগ করা লোকেশন সৌদি আরবের রিয়াদ, যেখানে বর্তমানে আল নাসরের হয়ে খেলছেন রোনালদো।

এখন ভক্তদের চোখ রইলো তাঁদের বিয়ের তারিখ ঘোষণার দিকে। ফুটবল ও গ্ল্যামার দুনিয়ার এই বহুল আলোচিত জুটির বিয়ে নিশ্চিতভাবেই হয়ে উঠবে স্মরণীয় এক আয়োজন।