All Bangla News

চাকরির পাশাপাশি ৩-৬ মাসের সার্টিফিকেট কোর্স করতে চান?

abn
abn

স্নাতক শেষ করে যাঁরা পেশাজীবনে পা রাখতে চলেছেন, কিছু ‘সার্টিফিকেশন কোর্স’ করে রাখতে পারেন তাঁরা। এসব কোর্সে দক্ষতা যেমন বাড়ে, তেমনি বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগও তৈরি হয়। সারা বছর ধরেই এসব কোর্সে অংশ নেওয়া যায়। প্রয়োজন বুঝে বছরের প্রথম মাস থেকেই পরিকল্পনা করতে পারেন, ২০২৫ সালে কোন কোর্সে ভর্তি হবেন। কিছু সার্টিফিকেট কোর্সের খোঁজ এখানে থাকল—

আইবিএতে ব্যবসা সংক্রান্ত কোর্স

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ) থেকে ‘ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট’ প্রোগ্রামের অংশ হিসেবে ৭ দিন থেকে শুরু করে ৬ মাসব্যাপী বিভিন্ন বিষয়ে সার্টিফিকেট কোর্স করার সুযোগ আছে। ৬ মাসের ‘অ্যাডভান্সড সার্টিফিকেট ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’ (এসিবিএ) কোর্সে ভর্তি হতে পারেন। যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি ও কয়েক বছরের কাজের অভিজ্ঞতা থাকলেই এই কোর্সে ভর্তি হওয়া যায়। যাঁরা করপোরেট দুনিয়ায় দক্ষ নির্বাহী কর্মকর্তা হতে চান বা ব্যবস্থাপনা সংক্রান্ত নানা বিষয় হাতে-কলমে শিখতে চান, এই কোর্স সম্পর্কে আরও খোঁজখবর নিতে পারেন।