।। নিউজ ডেস্ক।।
চট্টগ্রামবাসীর স্বপ্নের আরও এক ধাপ এগিয়ে গেল আজ। পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নির্মাণের জন্য ২৩ একর জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (১৪ মে) চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে এই জমির নিবন্ধিত দলিল তুলে দেন তিনি। গ্রহণ করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালাম।
এই জমি হস্তান্তরের মাধ্যমে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত আন্তর্জাতিক মানের হৃদরোগ বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো। দলিল হস্তান্তরের আগে সকালে ড. ইউনূস চট্টগ্রামের আরেকটি স্বপ্নের প্রকল্প—কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর রেল-সড়ক সেতুর—নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
উল্লেখ্য, ২০২২ সালের ২৫ মে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তখন থেকেই হাসপাতাল প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ফাউন্ডেশনটি।