।। নিউজ ডেস্ক ।।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের শীর্ষস্থানীয় ব্যাটসম্যান তামিম ইকবাল গুরুতর অসুস্থ হয়েছেন। তার হার্টে রিং পরানো হয়েছে। বর্তমানে সাভারের একটি হাসপাতালের সিসিইউতে ভর্তি আছেন তিনি। তামিম ইকবালের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে তাঁর হার্টে ব্লক ধরা পড়া এবং রিং পরানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, আজ সকালে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে সাভারের বিকেএসপিতে যান তামিম ইকবাল। মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ম্যাচের টসেও তিনি অংশ নেন। তবে ফিল্ডিংয়ে নামার আগেই বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। এরপর দ্রুত তাঁকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ম্যাচের রেফারি দেবব্রত পাল জানান, তামিম ইকবালকে ঢাকায় আনার জন্য বিকেএসপিতে একটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছিল। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হেলিকপ্টারে তোলা সম্ভব হয়নি। এরপর ফজিলাতুন্নেছা হাসপাতালেই তাঁর হার্টে রিং পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসা বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, হাসপাতালে নেয়ার পর তামিমের অ্যানজিওগ্রাম করানো হয় এবং তাঁর হার্টে ব্লক ধরা পড়ে। এর আগেও দুবার হার্ট অ্যাটাক হয়েছিল তামিম ইকবালের। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল এবং পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে।
হাসপাতালে উপস্থিত রয়েছেন তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকা, বড় ভাই নাফীস ইকবালসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এছাড়াও, তামিমের শারীরিক অবস্থা জানতে হাসপাতালে পৌঁছেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তামিমের অসুস্থতার খবরে বিসিবি তাদের ১৯তম বোর্ড সভা স্থগিত করেছে। তামিমের জ্ঞান ফেরার অপেক্ষায় রয়েছেন তারা।
তামিম ইকবালের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিনের সঙ্গে যোগাযোগ রেখেছেন।