All Bangla News

গাজীপুরে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
গাজীপুরে তিন মাসের বকেয়া বেতন আদায় ও ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি নীট কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৫ মার্চ) কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গাচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মহাসড়কে অবস্থান নেয় তিন শতাধিক শ্রমিক। এসময় তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ফলে ওই মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায়। এতে চলাচলকারীরা চরম দুর্ভোগে পড়েন।

কারখানা শ্রমিক ও পুলিশ সূত্রে  জানা যায়, উপজেলার কামরাঙ্গাচালা এলাকায় ‘হ্যাগ নীট ওয়্যার’ নামের একটি ছোট কারখানা রয়েছে। কারখানাটিতে তিন শতাধিক শ্রমিক কাজ করেন। শ্রমিকরা গত কয়েকদিন ধরে বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবি জানিয়ে আসছে। কিন্তু কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে শ্রমিকরা কাজে গিয়ে দেখেন কারখানার ফটকে তালা ঝুলছে। কারখানা বন্ধ দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সকাল সাড়ে ৮টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে শ্রমিকরা তাদের দাবি নিয়ে কারখানার সামনে অবস্থান করছেন। কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিম বলেন, শ্রমিকদের সাথে কথা বলে মহাসড়ক থেকে সরানো হয়েছে। এখন যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *