All Bangla News

গণভোট নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নাসেরের

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
গণভোট নিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছেন প্রয়াত অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এম নাসের রহমান। শুক্রবার (২১ মার্চ) তিনি নিজের ফেসবুক ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন।

নাসের রহমান ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘গণভোট নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যবস্থা করা হোক। আমার দৃঢ়বিশ্বাস, সর্বনিম্ন ৮০ ভাগ মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে ভোট দেবে। আর এটার একটা বড় সুবিধা হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায় থাকবে না।’

তিনি আরো লেখেন, ‘যদি কখনো মানুষের রুচির দুর্ভিক্ষে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ সৃষ্টি হয়, তখন আবার গণভোটের মুখোমুখি হতে হবে। তাতে প্রকৃত চিত্র ফুটে উঠবে। এই গণহত্যাকারী দলকে কোনো সুস্থ, বিবেকবান ও সাধারণ জ্ঞানসম্পন্ন মানুষ কখনোই সমর্থন করতে পারে না।’

স্ট্যাটাসে তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ দুর্নীতির মাধ্যমে যে সম্পদ অর্জন করেছে, বিদেশে যে পরিমাণ টাকা পাচার করেছে, তা দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে ফেরত নেওয়া হোক। বিদেশে যে টাকা পাচার করেছে তা ফেরত পাওয়া না গেলে দেশে এদের জমি-জমা, বাড়ি-গাড়ি যা যা সম্পদ আছে তা বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় তহবিলে জমা নেওয়া হোক।’