All Bangla News

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যুক্তরাষ্ট্রকে কী বার্তা দিল উ. কোরিয়া?

abn
abn

কৌশলগত ক্রুজ মিসাইল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। রোববার (২৬ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ নিশ্চিত করেছে এ তথ্য। খবর, রয়টার্সের।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশটির নেতা কিম জং উন ব্যক্তিগতভাবে ওই পরীক্ষার তদারকিতে ছিলেন। মিসাইলটিকে একটি গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবস্থার অংশ হিসেবে উল্লেখ করেছে তারা। পিয়ংইয়ংয়ের সার্বভৌমত্বের প্রতি হুমকি তৈরি করেছে ওয়াশিংটন— এমন অভিযোগ উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

রোববার প্রকাশিত পৃথক এক প্রতিবেদন থেকে জানা গেছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অঙ্গীকার করেছে যে, ওয়াশিংটন যতদিন পর্যন্ত পিয়ংইয়ংয়ের সার্বভৌমত্বে বাগড়া দেবে ততদিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নিতে পিছপা হবে না উত্তর কোরিয়া।  

ওই প্রতিবেদনে দাবি করা হয়, পানির নিচ থেকে ভূমিতে কোনও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইলটি। গতকালের পরীক্ষার সময় এটি প্রায় ৭৫০৭ থেকে ৭৫১১ সেকেন্ড উড্ডয়ন সম্পন্ন করে প্রায় দেড় হাজার কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

কেসিএনএ-তে প্রকাশিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে অভিযোগ করা বলা হয়, আঞ্চলিক অস্থিরতা বৃদ্ধির জন্য দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া পরিচালনা দায়ী।

বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, তিনি আবারও কিমের সঙ্গে যোগাযোগ করবেন, যেহেতু তার প্রথম মেয়াদে দুপক্ষের মধ্যে কার্যকর সম্পর্ক গড়ে উঠেছিল।

এদিকে, কিম জং উন বলেছেন, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা সক্ষমতা ধীরে ধীরে নিখুঁত হচ্ছে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ভবিষ্যতে সামরিক শক্তিকে আরও উন্নত করার মাধ্যমে টেকসই ও দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *