All Bangla News

ক্রিকেটারদের পারিশ্রমিক বিতর্ক নিয়ে যা বললেন বিসিবি পরিচালক

abn
abn

বিপিএলের এবারের আসরে যতটা খেলা নিয়ে কথা হয়েছে তার থেকে বেশি কথা হয়েছে সম্ভবত বিভিন্ন বিতর্ক নিয়ে।শুরু থেকেই বোর্ডের সঙ্গে জড়িত ব্যাক্তিদের থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিক বিতর্ক এড়াতে পারেননি কেউই।

তবে সব বিতর্ককে পিছনে ফেলে দিয়েছে দুর্বার রাজশাহী।ক্রিকেটারদের বেতন নিয়ে রীতিমত অপেশাদারিত্বের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছে দলটি।বেতন না পেয়ে বিদেশী খেলোয়াড়দের ম্যাচ বয়কটের মত ঘটনাও ঘটেছে। যে কলঙ্ক বিপিএল ইতিহাসে এবারই প্রথম।

এবার খেলোয়াড়দের পারিশ্রমিক বিতর্ক নিয়ে কথা বলেছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।রাজশাহীর খেলোয়াড়দের চেক বাউন্সের ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন ফাহিম।

গণমাধ্যমে ফাহিম বলেন, ‘চেক বাউন্সের ঘটনা খুবই দুঃখজনক। এটা আমার মাথায়ও আসেনি কিন্তু। দুই-একটা ফ্র্যাঞ্চাইজি পারিশ্রমিক নিয়ে তাদের প্রতিশ্রুতি রাখেনি বা রাখতে পারেনি। তবে এর বাইরে বাকিরা কিন্তু প্রায় পুরো প্রতিশ্রুতিই রেখেছে। কিছুটা ব্যর্থ দুই-একটা ফ্র্যাঞ্চাইজির কারণে ভালো ফ্র্যাঞ্চাইজিগুলোর কথা উঠে আসেনি।

খেলোয়াড়দের পারিশ্রমিক বিষয়গুলো পরবর্তীতে পর্যবেক্ষণে রাখবেন বলেও আশ্বাস দেন ফাহিম।আইনি ব্যবস্থার দিকে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘আগে আমরা আলাপ-আলোচনার পর অপেক্ষা করতাম। একটা সময় পর দেখতাম কাজ হয়ে গেছে। তবে এখন আমরা নিয়মিত ভিত্তিতে পর্যবেক্ষণ করবো তারা কথা রেখেছে কিনা। তাদের যতটুকু সম্ভব চাপে রাখব। ক্রিকেটাররা পারিশ্রমিক নিয়ে যেন সন্তুষ্ট থাকে, এই বিষয়টা যেন তারা নিশ্চিত করে। সব লিগ্যাল পেপার করা আছে। সেখান থেকেই নির্দেশনা পাব আমাদের কী করতে হবে।’

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *