All Bangla News

শুক্রবার, ২৮ই মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ক্যাপচা সমাধানে মানুষের মতোই দক্ষ হয়ে উঠেছে চ্যাটজিপিটি

abn
abn

অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের দর্শনার্থীর সংখ্যা বাড়ানোর পাশাপাশি স্প্যাম বার্তা পাঠাতে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান বিশেষ ধরনের সফটওয়্যার বা বট ব্যবহার করে। তাই নিজেদের ওয়েবসাইট ব্যবহারে আগ্রহী ব্যক্তিরা রোবট না মানুষ, তা জানার জন্য ‘ক্যাপচা’ (বিশেষ ফন্টে লেখা শব্দ বা ছবির ধাঁধা) সমাধান করতে বাধ্য করে ওয়েবসাইটগুলো। কিন্তু এবার মানুষের সাহায্য ছাড়াই ক্যাপচা সমাধানে দক্ষ হয়ে উঠেছে চ্যাটজিপিটি।

সম্প্রতি চ্যাপজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই ‘অপারেটর’ নামে এআই সুপার এজেন্ট পরীক্ষামূলকভাবে চালু করেছে। প্রাথমিকভাবে চ্যাপজিপিটি প্রো ব্যবহারকারীরা প্রতি মাসে ২০০ মার্কিন ডলারের বিনিময়ে এ সুবিধা পরখ করতে পারছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’-এ একজন ব্যবহারকারী চ্যাটজিপিটি অপারেটর ব্যবহারের একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে দেখা গেছে, অপারেটর নিজেই ইমেজভিত্তিক ক্যাপচা সমাধান করতে পারছে। ভিডিওতে ব্যবহারকারী একটি ভাসমান স্ক্রিনে ক্যাপচা সমাধানের নির্দেশনা দেখান। অপারেটর সেই নির্দেশনা বুঝে ক্যাপচা সমাধান করে এবং পরবর্তী ধাপে এগিয়ে যায়। প্রথমে অপারেটর ব্যবহারকারীর সাহায্য চাইলেও ব্যবহারকারী সাহায্য করতে রাজি হননি। এরপর অপারেটর নিজেই ক্যাপচা সমাধান করে কাজ সম্পন্ন করে।

চ্যাটজিপিটি অপারেটর যদি নিরাপদে ক্যাপচা সমাধান করতে পারে, তবে এটি অনলাইন কাজের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। এতে ব্যবহারকারীদের সময় সাশ্রয় হবে। তবে ক্যাপচা প্রযুক্তি ওয়েবসাইটগুলোর নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। এটি বিভিন্ন সাইবার আক্রমণ ঠেকাতে সাহায্য করে। তাই ওপেনএআই চ্যাটজিপিটির অপব্যবহার ঠেকাতে কঠোর নিয়ম যুক্ত করেছে। ফলে ব্যবহারকারীর অনুমতি ছাড়া ক্যাপচা সমাধান করা যাবে না।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *