All Bangla News

ওয়ারিক্যানের ফাইফার, তিন দশক পর পাকিস্তানে টেস্ট জয় উইন্ডিজের

abn
abn

ক্যারিবিয়ান বোলারদের তান্ডবে ম্যাচের তৃতীয় দিনেই সমাপ্তি ঘটলো মুলতান টেস্টের। স্বাগতিকদের ১২০ রানে হারিয়ে ৩৪ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্টে জয় পেয়েছে উইন্ডিজ। ২৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩৩ রানে গুটিয়ে যায় পাক শিবির।

সোমবার (২৭ জানুয়ারি) ৪ উইকেটে ৭৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। শুরুতেই ব্যক্তিগত ১৩ রানে সৌদ শাকিল ও ১ রান করা অপরাজিত ব্যাটার কাশিফ ফেরেন ক্যাচ আউটের ফাঁদে।

৩৯ রানের জুটি গড়ে ধাক্কা সামালের চেষ্টা চালান মোহাম্মদ রিজওয়ান ও আঘা সালমান। পার্টনারশিপ ভাঙ্গে ১৫ রানে সালমান সাজঘরে ফিরলে। স্কোরবোর্ডে ২৫ রান যুক্ত করে ফিরে যান রিজওয়ানও।

গুদাকেশ মোতির বলে ক্যাচ তুলে ফেরেন নোমান আলী। শেষ দিকে সাজিদ খান ফিরলে ৪৪ ওভারে ১৩৩ রানে অলআউট হয় পাকিস্তান।

দ্বিতীয় ইনিংসে ফাইফারের দেখা পেয়েছেন জোমেল ওয়ারিক্যান। সবশেষ ১৯৯০ সালের নভেম্বরে পাকিস্তানের মাটিতে টেস্ট জিতেছিল সফরকারীরা। ম্যাচটি হয়েছিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *