All Bangla News

ঐতিহ্যগতভাবে ব্রিটেনে না গিয়ে সৌদিতে প্রথম সফর করতে পারেন ট্রাম্প

abn
abn

গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর তার প্রথম বিদেশ সফর নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। যুক্তরাজ্য সফরে যাবেন বলে জানানোর পর এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ট্রাম্প নিজেই। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, তার প্রথম আন্তর্জাতিক সফর সৌদি আরব হতে পারে। সোমবার (২৭ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময়, স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারি) বলেছিলেন যে তার প্রথম বিদেশ ভ্রমণ ‘সৌদি আরব হতে পারে, যদিও ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টরা ব্রিটেন প্রথম সফর করেন।

ট্রাম্প বলেছিলেন যে তিনি শেষবার সৌদি আরবে ভ্রমণ করেছিলেন কারণ দেশটি কোটি কোটি ডলার মূল্যের মার্কিন পণ্য কিনতে আগ্রহ প্রকাশ করেছেন।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *