All Bangla News

এইচএমপিভি ভাইরাস: ঢাকা বিমানবন্দরে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

abn
abn

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হিউম্যান মেটাপনিউমোভাইরাস (এইচএমপিভি) প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। 

গতকাল সোমবার  বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এই নির্দেশনা দিয়েছে।

বেবিচক জানিয়েছে, সাধারণ যাত্রী, বিমানবন্দরে কর্তব্যরত কর্মীসহ এয়ারলাইনসের ক্রুদের এসব নির্দেশনা মেনে চলতে হবে।নির্দেশনায় আরও বলা হয়েছে, যাত্রী বা কর্মীদের মধ্যে কারও জ্বর, কাশি বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে তা অবিলম্বে বিমানবন্দর হেলথ সার্ভিস টিমকে জানাতে হবে। পাশাপাশি বিমানবন্দরে মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।

এয়ার লাইনসগুলোর জন্য দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, বিশেষ করে হিউম্যান মেটাপনিউমোভাইরাস ছড়িয়েছে এমন সন্দেহভাজন দেশগুলো থেকে আসা ফ্লাইটের জন্য যাত্রার স্থানে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফ্লাইটে কোনো যাত্রী বা ক্রুর মধ্যে উপসর্গ দেখা দিলে তা অবিলম্বে বিমানবন্দর স্বাস্থ্য ইউনিটকে জানাতে হবে। ক্রু ও যাত্রীদের জন্য নির্দেশনা প্রচার করতে হবে।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *