All Bangla News

এইচএমপিভি প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা

abn
abn

হিউম্যান মেটানিউমোভাইরাসের (এইচএমপিভি) সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরা, সাবান-পানিতে হাত ধোয়াসহ সাত দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ রোববার অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদের সই করা নোটিশে এসব নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনাগুলো হলো—

১। শ্বাসতন্ত্রের রোগ থেকে নিজেকে রক্ষায় মাস্ক ব্যবহার করা।

২। হাঁচি বা কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক-মুখ ঢেকে রাখা।

৩। ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনাযুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলা ও হ্যান্ড স্যানিটাইজার বা সাবান পানি দিয়ে হাত ধোয়া।

৪। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা ও কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখা।

৫। ঘন ঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া (অন্তত ২০ সেকেন্ড)।

৬। অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ না ধরা।

৭। জ্বর, কাশি ও শ্বাসকষ্ট হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকা। প্রয়োজনে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করা।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *