All Bangla News

আলোচনার মাধ্যমে ভারত-পাকিস্তান সমস্যার সমাধান চায় বাংলাদেশ

abn
abn

।। নিউজ ডেস্ক।।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, চলমান ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে বাংলাদেশ শান্তিপূর্ণ আলাপ-আলোচনার পক্ষপাতী। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বন্ধুপ্রতিম দেশ দুটি চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা রাখতে পারে, তবে তাদের অনুরোধ ছাড়া আগ বাড়িয়ে কিছু করবে না।”

তিনি বলেন, “আমাদের অবস্থান খুব স্পষ্ট—আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। আমরা চাই না, কোনো বড় সংঘাত সৃষ্টি হোক, যাতে এই অঞ্চলের মানুষ বিপদের মুখে পড়ে।”

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনা নিরসনে ইরান ও সৌদি আরব মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। এ প্রেক্ষিতে বাংলাদেশের ভূমিকা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “আমি মনে করি না, এই মুহূর্তে আমাদের মধ্যস্থতার কোনো প্রয়োজন আছে। আমরা চাই, তারা নিজেদের মধ্যে সমস্যার সমাধান করুক। যদি তারা সরাসরি আমাদের সহায়তা চায়, তাহলে আমরা বিবেচনা করব।”

চলমান উত্তেজনার প্রভাব বাংলাদেশে পড়তে পারে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আধুনিক সময়ে সবকিছুই কমবেশি প্রভাব ফেলে। তবে সরাসরি সংঘাতের কোনো প্রভাব আমাদের ওপর পড়বে না, কারণ বাংলাদেশ কোনো পক্ষ নেয়নি। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়তে পারে, তবে স্বার্থের জায়গায় আমদানি-রফতানি চলবে।”

বাংলাদেশ-ভারত সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা জানান, “এ বিষয়টি সরাসরি নিরাপত্তা সংস্থার দায়িত্বে। এই মুহূর্তে সীমান্তে বাড়তি কোনো নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে আমার কাছে নির্দিষ্ট তথ্য নেই।”
বাংলাদেশ সর্বদা দক্ষিণ এশিয়ায় শান্তি ও সহযোগিতার পক্ষপাতী। ভারত ও পাকিস্তানের মধ্যে

যেকোনো উত্তেজনা নিরসনে বাংলাদেশ আলোচনাকেই প্রধান পথ হিসেবে দেখে। বাংলাদেশ মনে করে, সংঘাত নয়, বরং পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতার মাধ্যমেই এ অঞ্চলের উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *