All Bangla News

আবারও ৩ দিনের রিমান্ডে সালমান এফ রহমান

abn
abn

রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আল আমিন নামের এক যুবককে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে আবার তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামান।

রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী।

এর আগে, সকালে সালমান এফ রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই মোজাহিদুল ইসলাম। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, গত ২১ জুলাই রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হন মো. আমিন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দাযের করেন। 

মামলার এজাহারে ৯৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে নির্বিচারে গুলি চালিয়েছে।

৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ১৩ আগস্ট সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তাকে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।