All Bangla News

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার শুরুর নির্দেশ

abn
abn

।। ডেস্ক রিপোর্ট।।  
জুলাই গণ-অভ্যুত্থানের সময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চ এ আদেশ জারি করেন।

গত বছরের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। এ ঘটনায় গঠিত মামলায় মোট ৩০ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ৬ জন গ্রেপ্তার রয়েছেন এবং বাকি ২৪ জন পলাতক।

প্রসিকিউশন গত ৩০ জুন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করলে ট্রাইব্যুনাল তা আমলে নেয়। এরপর পলাতক ২৪ আসামির পক্ষে নিযুক্ত স্টেট ডিফেন্স আইনজীবীরা মামলা থেকে অব্যাহতি চাইলে গত ৩০ জুলাই শুনানি হয়। এছাড়া, গ্রেপ্তারকৃত ৬ আসামির পক্ষে শুনানি শেষ হয়েছে ২৯ জুলাই।

পলাতক আসামিদের পক্ষে ট্রাইব্যুনাল রাষ্ট্রীয়ভাবে ৪ আইনজীবী নিয়োগ দিয়েছেন। তারা হলেন— সুজাত মিয়া, ইসরাত জাহান, শহীদুল ইসলাম ও মামুন উর রশীদ।

এ মামলায় বিচারকার্য পরিচালনা করছেন, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী (চেয়ারম্যান), বিচারক মো. মঞ্জুরুল বাছিদ, বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর.

এই মামলার ন্যায়বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনালের এগিয়ে চলা নজরদারিতে রাখছেন মানবাধিকার সংগঠন ও শহীদ পরিবার।