প্রাণঘাতী সীমান্ত সংঘাতের অবসান ঘটাতে আজ সোমবার আলোচনায় বসছেন থাইল্যান্ড ও কম্বোডিয়ার শীর্ষ নেতারা। তবে আজ সকালেও সীমান্ত এলাকায় হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
ব্যাংকক পোস্টের খবরে জানানো হয়, স্থানীয় সময় বিকেল ৩টায় কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কার্যালয়ে বৈঠকটি শুরু হবে। আসিয়ান চেয়ারম্যান হিসেবে এই সংলাপের মধ্যস্থতা করছেন আনোয়ার।
বৈঠকে অংশ নেবেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। থাই সরকারের মুখপাত্র জিরায়ু হুংসুব জানান, এই আলোচনার লক্ষ্য হচ্ছে সাম্প্রতিক সংঘাত বন্ধ করে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা ইতিমধ্যে মালয়েশিয়ায় অবস্থান করছেন এবং পরিস্থিতি সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন। অন্যদিকে, কম্বোডীয় কর্তৃপক্ষও জানিয়েছে, তাদের ঘনিষ্ঠ মিত্র চীনের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত থাকবেন।
গত ২৪ জুলাই দুই দেশের সীমান্তে ভয়াবহ সংঘর্ষ ঘটে, যেখানে প্রাণহানির ঘটনাও ঘটে। এই ঘটনার পর এটিই দুই দেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক।
সম্প্রতি থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতাদের সঙ্গে আলাদা ফোনালাপে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সংঘর্ষ চলতে থাকলে ওয়াশিংটন এই দুই দেশের কারোর সাথেই বাণিজ্য চুক্তিতে যাবে না।
এরপর থেকেই কূটনৈতিক তৎপরতা বেড়ে যায়। মার্কো রুবিও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন এবং উত্তেজনা প্রশমনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।