All Bangla News

আগের নির্বাচনে বৈধ বলা পর্যবেক্ষকদের এবার চায় না ইসি

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে ‘অবাধ ও সুষ্ঠু’ বলে বৈধতা দেওয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী নির্বাচনে আর আমন্ত্রণ জানাবে না নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৮ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, “আমরা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচন পর্যবেক্ষণের জন্য চিঠি দিয়েছি। অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে, যাদের অতীতে নির্বাচন পর্যবেক্ষণের অভিজ্ঞতা রয়েছে।”

তবে সিইসি স্পষ্ট করে জানান, “গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনকে যেসব বিদেশি সংস্থা ‘ভালো নির্বাচন’ হিসেবে সার্টিফিকেট দিয়েছে, তাদের আর গ্রহণযোগ্য মনে করছি না। এবার আমরা এমন কাউকে চাই না যারা আগেও ‘সব ভালো’ বলেছিল।”

সিইসি নাসির উদ্দিন আরও বলেন, “তারা জানতে চেয়েছেন আমরা নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত। আমরা জানিয়ে দিয়েছি, নানা উদ্যোগ নেওয়া হয়েছে। ভোটারদের সচেতন করতে কার্যক্রম চলছে। প্রশিক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে। আমাদের প্রত্যাশা এটা হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নির্বাচন।”