All Bangla News

আওয়ামী লীগের শাসন ব্যবস্থা ছিল আইয়ামে জাহেলিয়া: হাসনাত আবদুল্লাহ

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আওয়ামী লীগের শাসন ব্যবস্থা ছিল আইয়ামে জাহেলিয়া। সে সময় যে রকম বিশৃঙ্খল পরিবেশ ছিল, গুম খুন, হত্যা নিপীড়ন নির্যাতন ছিল ঠিক একইভাবে আওয়ামী লীগের সময়েও সব অপকর্ম বিদ্যমান ছিল।

সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় কসবা মহিলা কলেজ মাঠে আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধা ও সকল শ্রেণিপেশার গণমানুষের প্রতিনিধিদের সম্মানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কসবা উপজেলা শাখার ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

হাসনাত বলেন, ১০টা ফেরাউন যদি একত্র করা হয় তাহলেও শেখ হাসিনার মতো এত দুর্ধর্ষ, এত জুলুমকারী আর হতে পারে না। স্পষ্ট বলতে চাই, কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের নেগেটিভ দৃষ্টিভঙ্গি নেই। গত ৫ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী ছাত্র-জনতার সাথে আওয়ামী বিরোধী অবস্থান নিয়েছে। আপনারাও জনগণের বিরুদ্ধে কখনো অবস্থান নিয়েন না।

তিনি বলেন, আওয়ামী লীগ ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। তারা যে গণহত্যা চালিয়েছে, গণহত্যার বিচার কতটুকু তা পোস্ট করার সময় এসেছে। আপনারা সংস্কার সংস্কার করছেন, কত দিনের মধ্যে আপনারা দৃশ্যমান সংস্কার করবেন, এ ব্যাপারে রোড ম্যাপ স্পষ্ট করতে হবে। বিচার নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের বিচার যদি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত না হয় তাহলে ধরে নেব এখনো পর্যন্ত যে আওয়ামী লীগের দোসররা একটিভ রয়েছে।

তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আপনার কাছে আহ্বান করব, আওয়ামী লীগের রেজিস্ট্রেশন দ্রুততম সময়ের মধ্যে বাতিল করতে হবে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে এই দলটাকে নাৎসি পার্টির মতো চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।

এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কসবা উপজেলা শাখার আহ্বায়ক মো. মনিরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, আশরাফুল ইসলাম, সংগঠক জিহান মাহমুদ। এছাড়াও এনসিপির দলীয় নেতা-কর্মীসহ বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *