কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জয়জয়কার চলছেই। সম্প্রতি টেক জায়ান্ট আইবিএম নিয়ে এসেছে তাদের এআই মডেলের সাম্প্রতিক সংস্করণ। ‘গ্রানাইট ৩.০’ নামের বেশ কিছু এআই মডেল প্রকাশ করেছে বিশ্বখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান আইবিএম। মূলত ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহারের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে জেনারেটিভ এআই-ভিত্তিক এই মডেলগুলোকে। সাম্প্রতিক সময়ে এন্টারপ্রাইজ গ্রাহকদের মাঝে জেনারিটিভ এআই বা জেন এআই প্রযুক্তি গ্রহণের হার অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। এআই চ্যাটবটের মতো টুলগুলোর ব্যবহার এখন ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আইবিএমের নতুন মডেলগুলো প্রতিষ্ঠানটির ‘গ্রানাইট’ পরিবারভুক্ত এআই মডেলের সাম্প্রতিক সংস্করণ। এই পরিবারের অন্যান্য এআই মডেলের মতো ‘গ্রানাইট ৩.০’ মডেলগুলোকেও আইবিএম ওপেন-সোর্স করে দেবে। অর্থাৎ এই মডেলগুলোকে অন্যদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেবে প্রতিষ্ঠানটি। তবে মাইক্রোসফট তাদের এআই মডেল ব্যবহারের জন্য গ্রাহকের কাছ থেকে অর্থ নিয়ে থাকে। সন্দেহ নেই আইবিএম এক্ষেত্রে স্বতন্ত্র একটি ধারা তৈরি করতে সক্ষম হয়েছে। যেখানে এআইয়ের মতো উন্নত প্রযুক্তির উন্নয়নে কমিউনিটির অংশগ্রহণ থাকবে। তবে নিজেদের ব্যবসায়ের দিকটি বিবেচনা করে আইবিএম একটি পেইড ট্রল ‘ওয়াটসনএক্স’ নিয়ে এসেছে। এই টুলটির মাধ্যমে বিভিন্ন ডেটা সেন্টারে নতুন মডেলগুলোর কাস্টমাইজড ভার্সন ব্যবহার করা যাবে। গ্রানাইট সিরিজের নতুন মডেলের মধ্যে বেশ কয়েকটিকে ইতোমধ্যে ‘ওয়াটসনএক্স’ প্ল্যাটফরমে বাণিজ্যিক ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ ছাড়া এই সিরিজের নির্দিষ্ট কয়েকটি এআই মডেল এনভিডিয়ার সফটওয়্যার স্যুটের বিভিন্ন টুলগুলোতেও পাওয়া যাবে। ফলে এআই মডেল ব্যবহারে ইচ্ছুক ব্যবসায় প্রতিষ্ঠানগুলো সহজেই আইবিএমের তৈরি নতুন এই মডেলগুলো অ্যাক্সেস করতে পারবে।
আইবিএমের নতুন প্রযুক্তি

Leave a Comment