।। টেক ডেস্ক ।।
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে চলেছে হোয়াটসঅ্যাপ। জনপ্রিয় এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম এবার অ্যাপল আইপ্যাড ব্যবহারকারীদের জন্য নিয়ে আসছে একটি স্বতন্ত্র অ্যাপ। এতদিন শুধু আইফোন, অ্যান্ড্রয়েড ও ম্যাক ব্যবহারকারীরাই সরাসরি হোয়াটসঅ্যাপে চ্যাট করার সুবিধা পেতেন। কিন্তু এবার সেই সুযোগ পেতে চলেছে আইপ্যাড ব্যবহারকারীরাও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (পূর্বের টুইটার) এক ব্যবহারকারী একটি পোস্টে লেখেন, “আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপ চাই।” এর জবাবে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাকাউন্ট একটি ‘চোখ’ ইমোজি ব্যবহার করে প্রতিক্রিয়া জানায়। সরাসরি কিছু না বললেও, এই প্রতিক্রিয়ার মাধ্যমেই জোরালো ইঙ্গিত মিলেছে—আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপ এখন আর স্বপ্ন নয়।
জানা গেছে, গত দুই বছর ধরে আইপ্যাড ওএসের জন্য হোয়াটসঅ্যাপের একটি নেটিভ অ্যাপ TestFlight এর মাধ্যমে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছিল। যদিও এখন সেই বেটা প্রোগ্রামে নতুন ব্যবহারকারী যুক্ত হওয়ার সুযোগ নেই, তবুও যাঁরা আগে থেকেই অ্যাক্সেস পেয়েছেন, তাঁদের মতে অ্যাপটি যথেষ্ট স্থিতিশীল এবং ব্যবহারবান্ধব।
বিশেষত্বের দিক থেকে, নতুন এই আইপ্যাড অ্যাপটি থাকবে ‘কম্প্যানিয়ন মোড’ সাপোর্টসহ—অর্থাৎ আইফোন সংযুক্ত না থাকলেও আইপ্যাডে সহজেই হোয়াটসঅ্যাপ চালানো যাবে। ঠিক যেভাবে বর্তমানে ডেস্কটপ ও ওয়েব ভার্সনে ব্যবহারকারীরা এই সুবিধা পান। পাশাপাশি, প্রতিটি মেসেজ ও কল থাকবে আগের মতোই সম্পূর্ণ ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড’—গোপনীয়তার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কোনো আপস করছে না।
সবচেয়ে বড় কথা, আইপ্যাডের বড় স্ক্রিনের সুবিধা কাজে লাগিয়ে নতুন এই অ্যাপটির ইন্টারফেস হবে আরও আকর্ষণীয় ও ব্যবহারবান্ধব। আইফোন বা ওয়েব ভার্সনের তুলনায় এটি অনেক বেশি গ্রাফিক্যালি সমৃদ্ধ ও সাবলীল অভিজ্ঞতা দেবে বলে আশা করা হচ্ছে।
যদিও অফিসিয়াল রিলিজের দিনক্ষণ এখনো জানানো হয়নি, তবুও সাম্প্রতিক ইঙ্গিত ও দীর্ঘ পরীক্ষামূলক কার্যক্রম দেখে ধারণা করা যায়—আইপ্যাডে হোয়াটসঅ্যাপ ব্যবহারের স্বপ্ন পূরণ হতে চলেছে খুব শিগগিরই।