All Bangla News

অন্তর্বর্তী সরকারের নতুন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং একজন বিশিষ্ট মানবাধিকারকর্মী। আজ বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের উপস্থিতিতে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. শেখ আবদুর রশীদ।

সি আর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। এর আগে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ একইসঙ্গে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। তবে সি আর আবরার শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাওয়ার পর ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা উপদেষ্টার দায়িত্বে থাকবেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে জানান, সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ দীর্ঘদিন ধরে একইসঙ্গে দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে অনিচ্ছুক ছিলেন। পরিকল্পনা মন্ত্রণালয় একটি বড় মন্ত্রণালয় হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও সামলাতে গিয়ে তিনি চাপে ছিলেন। এ কারণে সি আর আবরারকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর কয়েক দফায় নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। বর্তমানে প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তী সরকারে মোট উপদেষ্টার সংখ্যা ২৩ জন।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *