All Bangla News

বেশিরভাগ নৌ দুর্ঘটনার জন্য দায়ী অসচেতনতা: বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
দেশের অধিকাংশ নৌ দুর্ঘটনার মূল কারণ হিসেবে অসচেতনতাকেই দায়ী করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। মালিক, চালক, শ্রমিক এবং যাত্রী—সকল পক্ষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ মে) সকালে রাজধানীর সদরঘাটে নৌ নিরাপত্তা সপ্তাহ-২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চেয়ারম্যান বলেন, “বর্তমানে কালবৈশাখী মৌসুম চলছে। এ সময়ে নদীপথে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। আবহাওয়ার পূর্বাভাস মেনে চলা, প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম থাকা এবং চালকদের অভিজ্ঞতা ও প্রশিক্ষণের বিষয়গুলো নিশ্চিত করলেই দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।”

তিনি জানান, নৌযান চলাচলের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে বিআইডব্লিউটিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, অগ্নিনির্বাপণ যন্ত্রসহ অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম রয়েছে কিনা তা নিয়মিত তদারকি করা হচ্ছে। এ কাজের জন্য বিআইডব্লিউটিএ ও মালিকপক্ষের যৌথ উদ্যোগকে আরও জোরদার করার পরামর্শ দেন তিনি।

নৌপথ নিরাপদ রাখার পাশাপাশি পরিবেশ রক্ষার দিকেও গুরুত্বারোপ করেন চেয়ারম্যান। তিনি বলেন, “নদী দূষণ একটি বড় সংকট। যাত্রীর পাশাপাশি লঞ্চ কর্মচারীরাও যেন কোনো কঠিন বর্জ্য নদীতে না ফেলেন—এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।”

নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নৌযান মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *