All Bangla News

বিক্ষোভের সহিংসতায় সারাদেশে ১০ মামলা, গ্রেফতার ৭২

abn
abn

।। নিউজ ডেস্ক।।
গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে সোমবার দেশব্যাপী বিক্ষোভ চলাকালে বিভিন্ন শহরের ব্যবসাপ্রতিষ্ঠান ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১০টি মামলা হয়েছে এবং পুলিশ ৭২ জনকে গ্রেফতার করেছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৬০ জনকে আটক করা হয়েছিল। বুধবার সকাল ৮টা নাগাদ গ্রেফতারের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়ায়। এর মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯, চট্টগ্রামে ৫, গাজীপুরে ৪, নারায়ণগঞ্জে ৪, কুমিল্লায় ৩ ও কক্সবাজারে ৪ জন গ্রেফতার হয়েছেন।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, লুট করা জুতা বিক্রির জন্য অনেকে ফেসবুকে বিজ্ঞাপন দিয়েছিলেন। এই সূত্র ধরে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বেশিরভাগই তরুণ। তারা স্বেচ্ছায় নাকি কারও প্ররোচনায় লুটপাটে অংশ নিয়েছে, তা তদন্ত করছে পুলিশ।

সোমবার লুটপাটের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল থেকে তা নিন্দিত হয়। বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে পুলিশের টহল বাড়ানোরও অনুরোধ জানায় তারা।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি ইনামুল হক সাগর বলেন, বিক্ষোভের সময়ই এ ধরনের ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এমন কর্মসূচিতে নজরদারি বাড়ানো হবে। সাইবার ইউনিটসহ বিভিন্ন টিম ঘটনার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত করছে। ইতিমধ্যে অনেককে গ্রেফতার করা হয়েছে, বাকিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

গাজীপুরের পুলিশ কমিশনার নাজমুল করিম খান বলেন, “এ ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য আমরা সতর্ক রয়েছি। তবে আয়োজকদেরও দায়িত্ব নিতে হবে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ঢাকায় এক অনুষ্ঠানে বলেন, “ইসরায়েলবিরোধী বিক্ষোভের সময় হামলা-লুটপাট হতে পারে—এমন তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না। ফলে প্রস্তুতি না থাকায় কেএফসি, ডোমিনোজ, বাটার মতো প্রতিষ্ঠানগুলো লক্ষ্যবস্তু হয়েছে। এটি সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা।”

অন্যদিকে, হেফাজতে ইসলাম এক বিবৃতিতে দাবি করে, “যেসব উচ্ছৃঙ্খল যুবক লুটপাটে জড়িত, তারা আওয়ামী লীগের দোসর।”

পুলিশ জানিয়েছে, জড়িতদের বিরুদ্ধে আরও মামলা করার প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *