।। ডেস্ক রিপোর্ট।।
ছয় দফা দাবি বাস্তবায়নের দাবিতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন শিক্ষার্থীরা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল থেকে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে এই শাটডাউন শুরু হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন করিডরে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা প্রতিষ্ঠানের সকল গেটে তালা ঝুলিয়ে দেন এবং ক্লাস-পরীক্ষা সম্পূর্ণ বন্ধ রাখেন। শিক্ষার্থীদের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।
শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো ১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০% পদোন্নতি কোটা বাতিল করতে হবে। ২. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে। ৩. ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন করতে হবে। ৪. মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত করতে হবে। ৫. ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল করতে হবে। ৬. বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।
ইতিমধ্যে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক অফিস আদেশে জানানো হয়, ৮ সদস্যের এই কমিটি তিন সপ্তাহের মধ্যে দাবিগুলো বাস্তবায়নের রূপরেখা তৈরি করবে। কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্য নিতে পারবে।
শিক্ষার্থীদের এই আন্দোলন শুধু ঢাকা পলিটেকনিকেই সীমাবদ্ধ নেই—সারা দেশের সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আজ এই শাটডাউন কর্মসূচি পালিত হচ্ছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। অন্যদিকে, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।