All Bangla News

ক্লাস বর্জনের পর শাহবাগ ব্লকেডের ঘোষণা শিক্ষার্থীদের

abn
abn

।। ডেস্ক রিপোর্ট।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- কুয়েটের অনশনরত মুমূর্ষু শিক্ষার্থীদের বাঁচাতে বিক্ষোভ সমাবেশ এবং শাহবাগ ব্লকেড কর্মসূচি ঘোষণা করেছে ঢাবি, বুয়েট জাবি, জবিসহ সাত কলেজের শিক্ষার্থীদের একটি দল।

বুধবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার (২৩ এপ্রিল) বেলা ৩টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ও এরপর শাহবাগ ব্লকেড কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।

এর আগে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- কুয়েটের উপাচার্যের পদত্যাগ দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এ সময় দাবি আদায়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বর্জন ও বুধবার বিকেল তিনটায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষনা দেন তারা।

অন্যদিকে, কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনে বসেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একদল নেতাকর্মী। দাবি না মানলে অনশন কর্মসূচি চলবে বলে জানান তারা।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *