All Bangla News

ঈদের পর ঢাকায় চালু হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম

abn
abn

।। নিউজ ডেস্ক ।।
ঈদের পরপরই ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম চালু হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। সোমবার (২৪ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।

সমুদ্রপথে বাংলাদেশ থেকে অবৈধভাবে অস্ট্রেলিয়া গমনকারীদের দ্রুত প্রত্যাবর্তন সংক্রান্ত ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর ফর দ্য রিটার্ন অব বাংলাদেশি সিটিজেনস টু বাংলাদেশ’ শীর্ষক নথি সইয়ের ওই অনুষ্ঠান শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন ঈদের পরপরই ঢাকাতেই অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম চালু হয়ে যাবে আশা করছি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব বলেন, আগে অস্ট্রেলিয়ার ভিসা সেন্টার ছিল বাংলাদেশের বাইরে। ভারতের নয়া দিল্লি থেকে ভিসা কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তাদের সাথে কথা হয়েছে। এখন বাংলাদেশে নিয়ে আসা হবে। আশা করছি ঈদের পরপরই ঢাকাতেই অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম চালু হয়ে যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশের পক্ষে নথিতে সই করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। অস্ট্রেলিয়ার পক্ষে সই করেন করেন অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি টাস্কফোর্সের ডেপুটি কমান্ডার মার্ক হোয়াইটচার্চ। এ সময় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলে।

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *